Monday, August 29, 2016

রিভিউ খারিজ, কাসেমের সামনে ফাঁসির দড়ি


খবর > বাংলাদেশ

রিভিউ খারিজ, কাসেমের সামনে ফাঁসির দড়ি

এর ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ, আটকে রেখে নির্যাতন ও হত‌্যার অপরাধের জামায়াতে ইসলামীর অর্থ জোগানদাতার দণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা থাকল না।
নিয়ম অনুযায়ী একাত্তরের বদর নেতা কাসেম এখন কেবল নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। এর নিষ্পত্তি হলেই সরকার দণ্ড কার্যকর করবে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। বেলা ৯টায় এজলাসে এসে প্রধান বিচারপতি বলেন, “ডিসমিসড”।
এই বেঞ্চের বাকি চার সদস্য হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ের প্রত্যায়িত অনুলিপি শিগগিরই ট্রাইব্যুনালের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  
মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস কাসেম রাজনৈতিক ও আর্থিক ক্ষেত্রে অসাধারণ ধূর্ততার স্বাক্ষর রেখে অত‌্যন্ত দ্রুততায় নিজের ও দলের উন্নতি ঘটান, পরিণত হন জামায়াতের আর্থিক মেরুদণ্ডে। তেষট্টি বছর বয়সী এই যুদ্ধাপরাধী এখন আছেন গাজীপুরের কাশিমপুর কারাগারের কনডেম সেলে।
কাসেম হলেন ষষ্ঠ যুদ্ধাপরাধী, যার সর্বোচ্চ সাজার রায় কার্যকরের পর্যায়ে এসেছে। তিনি হলেন জামায়াতের পঞ্চম শীর্ষ নেতা, শেষ বিচারেও যার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।
বিচার ঠেকানোর চেষ্টা বার বার
আপিল বিভাগের একই বেঞ্চ গত ৮ মার্চ মীর কাসেমের আপিলের রায় ঘোষণা করে। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া প্রাণদণ্ডের সাজাই তাতে বহাল থাকে।
ট্রাইব‌্যুনালে এ মামলার বিচার চলার মধ‌্যেই ২০১৩ সালের ২৮ এপ্রিল তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, মীর কাসেম আলী মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ প্রশ্নবিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের একটি লবিস্ট প্রতিষ্ঠানকে ২ কোটি ৫০ লাখ ডলার দিয়েছেন। লবিস্ট প্রতিষ্ঠানের সঙ্গে ওই চুক্তির কপি এবং টাকা দেওয়ার রসিদ রয়েছে সরকারের কাছে।
সেই অভিযোগের পক্ষে সুপ্রিম কোর্টে এ মামলার আপিল শুনানিতে একটি মেমো দাখিল করে রাষ্ট্রপক্ষ। ওয়াশিংটনের ফার্ম ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসের ওই মেমোতে বলা হয়, তারা ‘পেশাগত সেবার’ জন্য মীর কাসেমের পাঠানো আড়াই কোটি ডলার হাতে পেয়েছে। 
রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আদালত ওই মেমোকে প্রমাণ হিসাবে নেয়নি, কিন্তু আসামি যতগুলো কোম্পানির সঙ্গে যুক্ত, তাতে রাষ্ট্রপক্ষের অভিযোগ ‘বাড়াবাড়ি বলে মনে হয় না’।
আপিল বিভাগে এ মামলার শুনানির সময় প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কাজ নিয়ে প্রধান বিচারপতির অসন্তোষের বিষয়টি আলোচনার জন্ম দেয়। অ‌্যাটর্নি জেনারেলও শুনানিতে বলেন, যে দুই অভিযোগে ট্রাইব‌্যুনালে কাসেমের মৃত‌্যুদণ্ড হয়েছিল, তার একটিতে তিনি আপিলে খালাস পেয়ে যান প্রসিকিউটার ও তদন্ত সংস্থার ‘অযোগ‌্যতার’ কারণে।
আপিলের রায় পুনর্বিবেচনার শুনানি পেছাতেও বার বার চেষ্টা করতে দেখা যায় আসামিপক্ষকে। যুদ্ধাপরাধের অন‌্য মামলার রিভিউয়ে যে সময় লেগেছে, মীর কাসেম আলীর ক্ষেত্রে তার দ্বিগুণ সময় ব‌্যয় হয়েছে বলে অ্যাটর্নি জেনারেলের তথ‌্য।
http://timesoffeni.com
http://timesoffeni.com

স্মার্টকার্ড উদ্বোধন ২ অক্টোবর


খবর > বাংলাদেশ

স্মার্টকার্ড উদ্বোধন ২ অক্টোবর


Sunday, August 28, 2016

নারায়ণগঞ্জে নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে

নারায়ণগঞ্জে প্রতিনিধি: নারায়ণগঞ্জে নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে: ঢাকার নারায়ণগঞ্জে পুলিশের অভিযানের নিহত তিন জন ব্যাক্তির মধ্যে তামিম চৌধুরী ছাড়াও আরো একজনের পরিচয় সম্পর্কে পুলিশ জানতে পেরেছেন বলে জানিয়েছেন। নিহত একজনের নাম ফজলে রাব্বী বলে যশোরের পুলিশ সুপার নিশ্চিত করেছেন। নিহতর বাড়ি যশোরের কতোয়ালী থানার কিছমত নওয়াপাড়ায়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান  বলেন তারা
নারায়নগঞ্জ পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে নিহতের ছবি চেয়েছেন। তবে প্রাথমিক ভাবে রাব্বীর ঠিকানা সাথে নিহত ব্যক্তির মিল রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পুলিশ সুপার আরও  জানান এ বছরের এপ্রিলে ফজলে রাব্বীর বাবা কাজী হাবিবুল্লাহ যশোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ছেলের নিখোঁজ থাকার ব্যাপারে।

গত দুই মাস আগে যশোর পুলিশ জঙ্গি সন্দেহে যে পাঁচ জনের ছবি ও নামের তালিকা প্রকাশ করে তার মধ্যে এই রাব্বীর ছবি ছিল বলে উল্লেখ করেন এই পুলিশ সুপার কর্মকর্তা।এখন পূর্ণ তদন্ত চলছে।
তথ্যসূএ: বিবিসি বাংলা
For more click here.......

ফুলগাজীতে বিএনপির কমিটি গঠন করা হয়নি

ফেনী শহর প্রতিনিধি:
ফুলগাজীতে  বিএনপির কমিটি গঠন করা হয়নি: গত শনিবার রাতে ফেনী এস. এস. কে রোড়ে একটি হোটেলে বিএনপির  ফেনী ফুলগাজী থানার কমিটি গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। সভায় হট্রগোলের কারণে আর কমিটি গঠন করা হয়নি, ফেনীতে সভাপতি-সম্পাদক পদে পাল্টাপাল্টি নাম প্রস্তাব আর বক্তাদের মধ্যে হট্টগোলের ফলে পন্ড হয়ে গেছে বিএনপির আয়োজিত সভা। ফুলগাজীতে  বিএনপির নতুন কমিটি ঘোষণা না করেই চলে গেছেন দলের
নেতারা।দলীয় সূএে জানায়, উপজেলা কমিটির সভাপতি শাহজাহান মজুমদারের সভাপতিত্বে এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা কমিটির ভারপ্রাপ্ত
সভাপতি অ্যাডভোকেট আবু তাহেরসহ ফুলগাজীর বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি- সম্পাদকরা।

উক্ত সভায় অধিকাংশ স্হানীয় নেতাকর্মী  বক্তাতে জাসাস নেতা ও ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার গোলাপকে সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার দাবি জানান।আর এতে অন্য বাকি নেতাকর্মীরা ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান আবুল হোসেনকে সভাপতি করে কমিটি গঠনের প্রস্তাব করার মত দেন। সেইসময় বাজে নেতাকর্মীদের মধ্যে তুমুল  হট্টগোল এতে চট্রগ্রাম বিভাগীয় নেতারা সভাস্থল দ্রুত ত্যাগ করে চলে যান। তাই আর কোন সিদ্ধান্ত গ্রহন ছাড়াই সভা ভেঙ্গে যায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি শামীম বলেন, এ বিষয়ে আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে পরে কমিটি গঠন করবো।তার পর আমরা তা গণমাধ্যমকে জানিয়ে মিটিং করে জানিয়ে দিবো।
https://timesoffeni.com

Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post