Sunday, August 28, 2016

ফুলগাজীতে বিএনপির কমিটি গঠন করা হয়নি

ফেনী শহর প্রতিনিধি:
ফুলগাজীতে  বিএনপির কমিটি গঠন করা হয়নি: গত শনিবার রাতে ফেনী এস. এস. কে রোড়ে একটি হোটেলে বিএনপির  ফেনী ফুলগাজী থানার কমিটি গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। সভায় হট্রগোলের কারণে আর কমিটি গঠন করা হয়নি, ফেনীতে সভাপতি-সম্পাদক পদে পাল্টাপাল্টি নাম প্রস্তাব আর বক্তাদের মধ্যে হট্টগোলের ফলে পন্ড হয়ে গেছে বিএনপির আয়োজিত সভা। ফুলগাজীতে  বিএনপির নতুন কমিটি ঘোষণা না করেই চলে গেছেন দলের
নেতারা।দলীয় সূএে জানায়, উপজেলা কমিটির সভাপতি শাহজাহান মজুমদারের সভাপতিত্বে এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা কমিটির ভারপ্রাপ্ত
সভাপতি অ্যাডভোকেট আবু তাহেরসহ ফুলগাজীর বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি- সম্পাদকরা।

উক্ত সভায় অধিকাংশ স্হানীয় নেতাকর্মী  বক্তাতে জাসাস নেতা ও ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার গোলাপকে সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণার দাবি জানান।আর এতে অন্য বাকি নেতাকর্মীরা ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান আবুল হোসেনকে সভাপতি করে কমিটি গঠনের প্রস্তাব করার মত দেন। সেইসময় বাজে নেতাকর্মীদের মধ্যে তুমুল  হট্টগোল এতে চট্রগ্রাম বিভাগীয় নেতারা সভাস্থল দ্রুত ত্যাগ করে চলে যান। তাই আর কোন সিদ্ধান্ত গ্রহন ছাড়াই সভা ভেঙ্গে যায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি শামীম বলেন, এ বিষয়ে আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে পরে কমিটি গঠন করবো।তার পর আমরা তা গণমাধ্যমকে জানিয়ে মিটিং করে জানিয়ে দিবো।
https://timesoffeni.com

No comments:

Post a Comment

www.facebook.com/md.robinkhan.501

Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post