Thursday, January 19, 2017

রোদনের স্মৃতি।

..................রোদনের স্মৃতি........................

তোমাকে চোখের মধ্যে রেখে কঁাদি, আমার দু-চোখে তুমি
বিগলিত ঠান্ডা হিম, তুমি কঁাদছো, দু-চোখের একান্ত ভেতরে
গ'লে যাচ্ছে কালো আঁখিতারা, গ'লে গ'লে একটি গাছের মতো
সবুজ,তোমার মতোন করুন হয়ে যাচ্ছে অশ্রুমালা।


তুমি নিথর নিরীহ দা িডঁয়ে আছো আঁখিতারার ভেতরে,
তুমি, একাকীনী সবুজ পল্লব, কঁাপছো বাতাসে শাদা হিমে
ভিজছো অক্টেবর সন্ধ্যায় কুয়াশার ক্রিমে

আমার বধির দুই চোখের মণিতে ব্যতগিত রোদন হয়ে আছো তুমি।
কাদছে  তোমার চুল, ঘনকালো, কাপছে তারার মতো দু-কানের দুল
লাল টিপ নরম নিরীহ শান্ত সরল রিস্টওয়াচ, পায়ের আংগুলে
মাটি খুডে নিয়ে আসছো ভূধম্য থেকে সহোদয় শ্যামলা রোদন
তারা সব জ'মে যাচ্ছে আমার চোখের মধ্যে বরফ যেমন


আমার চোখের মধ্যে তুমি ব'সে আছো একফালি অশ্রুময়
থেমে গেছে অংকুরোদগম কৃষিক্ষেত্রে জাহাজের ডানা
পাতার নিজস্ব ঘ্রাণ লোকে লোকে সন ঐকতান
আমার চোখের মধ্যে তুমি আমার দু-চোখ অন্ধ বোবা ম্লান


সেই থেকে অন্ধ হয়ে আছি আমি আখিতারার গলিত অশ্রুতে
দেখি না কিছুই চরাচর নক্ষত্র সমুদ্র জলজান
দেখিনা নিজেকে কররেখা নিজ ছায়া কিছুই দেখি না
আমার দু-চোখে অক্টেবর এর গাঢসন্ধ্যা
তার মধ্যে নিরবধি কান্না হয়ে তুমি বসে আছো।।
............লেখকঃহুমায়ুন আজাদ...............

ফেচবুকে আমি

No comments:

Post a Comment

www.facebook.com/md.robinkhan.501

Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post