Thursday, April 13, 2017

গর্ভভবতির জন্য রক্ত চাহিয়া লজ্জা দিবেন না।

বিস্তারিত না বলে যারা আমাকে ব্লাড রিকুয়েস্ট করেন তাদের কাছে মাফ চাই ভাই আমি পারবো না।
আর আমাদের কাছে ফোন করার সময় সব রুগীই আপনাদের কাছে ইমারজেন্সি হয়ে যায়।
প্রেগনেন্সি কেইসে যদি বলেন ভাই ১ ঘণ্টা পরে সিজার এখন রক্ত লাগবে, কেমন লাগে? বেটা ১০ মাস কি করছিলি? ১ ঘণ্টা আগে হুঁশ হয়ছে না? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের রক্তের গ্রুপ জানেনা। এমন ও দেখছি ভাই নিজের বোন কে রক্ত দিচ্ছেনা, মা কে ছেলে দিচ্ছ্যেনা বাইরে খুজতেছে। আবার আমাদের কিছু দিলদরদি মহান স্বেচ্ছাসেবক ভাই তাদের জন্যে তো রক্ত নিয়ে সবসময় খাঁড়া থাকে, প্রতিযোগিতা করে কে কতটা ব্লাড দেয়াতে পারবে। এটাই এখন ক্রেডিটের ব্যাপার। আরে ভাই রুগীর লোক কে তো সচেতন করতে হবে নাকি? ?? রুগীর লোকের ও বা কি৯ দোষ দিব রক্ত তো না চাইতেই পাওয়া যাচ্ছে তারা কেন অযথা রক্ত দিতে যাবে?
আসুন রক্ত ম্যানেজ করার প্রতিযোগিতা করার চেয়ে বরং নিত্য নতুন রক্তদাতা তৈরি করার এবং অন্যকে সচেতন করার প্রতিযোগিতা করি। রুগীর লোক কে দিয়ে রক্তদান করাই। তবেই এক সময় দেখবেন সবাই সচেতন।

গর্ভবতি মায়ের জন্য রক্ত চাহিয়া লজ্জা দিবেন না।

বিস্তারিত না বলে যারা আমাকে ব্লাড রিকুয়েস্ট করেন তাদের কাছে মাফ চাই ভাই আমি পারবো না।
আর আমাদের কাছে ফোন করার সময় সব রুগীই আপনাদের কাছে ইমারজেন্সি হয়ে যায়।
প্রেগনেন্সি কেইসে যদি বলেন ভাই ১ ঘণ্টা পরে সিজার এখন রক্ত লাগবে, কেমন লাগে? বেটা ১০ মাস কি করছিলি? ১ ঘণ্টা আগে হুঁশ হয়ছে না? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের রক্তের গ্রুপ জানেনা। এমন ও দেখছি ভাই নিজের বোন কে রক্ত দিচ্ছেনা, মা কে ছেলে দিচ্ছ্যেনা বাইরে খুজতেছে। আবার আমাদের কিছু দিলদরদি মহান স্বেচ্ছাসেবক ভাই তাদের জন্যে তো রক্ত নিয়ে সবসময় খাঁড়া থাকে, প্রতিযোগিতা করে কে কতটা ব্লাড দেয়াতে পারবে। এটাই এখন ক্রেডিটের ব্যাপার। আরে ভাই রুগীর লোক কে তো সচেতন করতে হবে নাকি? ?? রুগীর লোকের ও বা কি৯ দোষ দিব রক্ত তো না চাইতেই পাওয়া যাচ্ছে তারা কেন অযথা রক্ত দিতে যাবে?
আসুন রক্ত ম্যানেজ করার প্রতিযোগিতা করার চেয়ে বরং নিত্য নতুন রক্তদাতা তৈরি করার এবং অন্যকে সচেতন করার প্রতিযোগিতা করি। রুগীর লোক কে দিয়ে রক্তদান করাই। তবেই এক সময় দেখবেন সবাই সচেতন।

Wednesday, April 12, 2017

আপনার ব্লাড গ্রুপ জেনে নিন বিনামূল্যে।

আগামী শুক্রবার পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্পেইন করতে ওয়েলফেয়ার ব্লাড ডোনার্স গ্রুপ আসতেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার উপজেলা কার্যালয়ে।
নিকটস্থ কেউ যদি নিজের ব্লাড গ্রুপ না যেনে থাকেন তাহলে চলে আসুন শুক্রবার সকালে সেনবাগ উপজেলা কার্যালয়ের গেইটে।
ওয়েলফেয়ার ব্লাড ডোনার্স গ্রুপ
একটি স্বেচ্চাসেবী সংঘঠন।

Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post