নারায়ণগঞ্জে প্রতিনিধি: নারায়ণগঞ্জে নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে:
ঢাকার নারায়ণগঞ্জে পুলিশের অভিযানের নিহত তিন জন ব্যাক্তির মধ্যে তামিম
চৌধুরী ছাড়াও আরো একজনের পরিচয় সম্পর্কে পুলিশ জানতে পেরেছেন বলে
জানিয়েছেন। নিহত একজনের নাম ফজলে রাব্বী বলে যশোরের পুলিশ সুপার নিশ্চিত
করেছেন। নিহতর বাড়ি যশোরের কতোয়ালী থানার কিছমত নওয়াপাড়ায়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন তারা
নারায়নগঞ্জ পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে নিহতের ছবি চেয়েছেন। তবে প্রাথমিক ভাবে রাব্বীর ঠিকানা সাথে নিহত ব্যক্তির মিল রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পুলিশ সুপার আরও জানান এ বছরের এপ্রিলে ফজলে রাব্বীর বাবা কাজী হাবিবুল্লাহ যশোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ছেলের নিখোঁজ থাকার ব্যাপারে।
গত দুই মাস আগে যশোর পুলিশ জঙ্গি সন্দেহে যে পাঁচ জনের ছবি ও নামের তালিকা প্রকাশ করে তার মধ্যে এই রাব্বীর ছবি ছিল বলে উল্লেখ করেন এই পুলিশ সুপার কর্মকর্তা।এখন পূর্ণ তদন্ত চলছে।
তথ্যসূএ: বিবিসি বাংলা
For more click here.......
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন তারা
নারায়নগঞ্জ পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে নিহতের ছবি চেয়েছেন। তবে প্রাথমিক ভাবে রাব্বীর ঠিকানা সাথে নিহত ব্যক্তির মিল রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পুলিশ সুপার আরও জানান এ বছরের এপ্রিলে ফজলে রাব্বীর বাবা কাজী হাবিবুল্লাহ যশোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ছেলের নিখোঁজ থাকার ব্যাপারে।
গত দুই মাস আগে যশোর পুলিশ জঙ্গি সন্দেহে যে পাঁচ জনের ছবি ও নামের তালিকা প্রকাশ করে তার মধ্যে এই রাব্বীর ছবি ছিল বলে উল্লেখ করেন এই পুলিশ সুপার কর্মকর্তা।এখন পূর্ণ তদন্ত চলছে।
তথ্যসূএ: বিবিসি বাংলা
For more click here.......
No comments:
Post a Comment
www.facebook.com/md.robinkhan.501