Friday, January 20, 2017
Thursday, January 19, 2017
রোদনের স্মৃতি।
..................রোদনের স্মৃতি........................
তোমাকে চোখের মধ্যে রেখে কঁাদি, আমার দু-চোখে তুমি
বিগলিত ঠান্ডা হিম, তুমি কঁাদছো, দু-চোখের একান্ত ভেতরে
গ'লে যাচ্ছে কালো আঁখিতারা, গ'লে গ'লে একটি গাছের মতো
সবুজ,তোমার মতোন করুন হয়ে যাচ্ছে অশ্রুমালা।
তুমি নিথর নিরীহ দা িডঁয়ে আছো আঁখিতারার ভেতরে,
তুমি, একাকীনী সবুজ পল্লব, কঁাপছো বাতাসে শাদা হিমে
ভিজছো অক্টেবর সন্ধ্যায় কুয়াশার ক্রিমে
আমার বধির দুই চোখের মণিতে ব্যতগিত রোদন হয়ে আছো তুমি।
কাদছে তোমার চুল, ঘনকালো, কাপছে তারার মতো দু-কানের দুল
লাল টিপ নরম নিরীহ শান্ত সরল রিস্টওয়াচ, পায়ের আংগুলে
মাটি খুডে নিয়ে আসছো ভূধম্য থেকে সহোদয় শ্যামলা রোদন
তারা সব জ'মে যাচ্ছে আমার চোখের মধ্যে বরফ যেমন
আমার চোখের মধ্যে তুমি ব'সে আছো একফালি অশ্রুময়
থেমে গেছে অংকুরোদগম কৃষিক্ষেত্রে জাহাজের ডানা
পাতার নিজস্ব ঘ্রাণ লোকে লোকে সন ঐকতান
আমার চোখের মধ্যে তুমি আমার দু-চোখ অন্ধ বোবা ম্লান
সেই থেকে অন্ধ হয়ে আছি আমি আখিতারার গলিত অশ্রুতে
দেখি না কিছুই চরাচর নক্ষত্র সমুদ্র জলজান
দেখিনা নিজেকে কররেখা নিজ ছায়া কিছুই দেখি না
আমার দু-চোখে অক্টেবর এর গাঢসন্ধ্যা
তার মধ্যে নিরবধি কান্না হয়ে তুমি বসে আছো।।
............লেখকঃহুমায়ুন আজাদ...............
ফেচবুকে আমি
তোমাকে চোখের মধ্যে রেখে কঁাদি, আমার দু-চোখে তুমি
বিগলিত ঠান্ডা হিম, তুমি কঁাদছো, দু-চোখের একান্ত ভেতরে
গ'লে যাচ্ছে কালো আঁখিতারা, গ'লে গ'লে একটি গাছের মতো
সবুজ,তোমার মতোন করুন হয়ে যাচ্ছে অশ্রুমালা।
তুমি নিথর নিরীহ দা িডঁয়ে আছো আঁখিতারার ভেতরে,
তুমি, একাকীনী সবুজ পল্লব, কঁাপছো বাতাসে শাদা হিমে
ভিজছো অক্টেবর সন্ধ্যায় কুয়াশার ক্রিমে
আমার বধির দুই চোখের মণিতে ব্যতগিত রোদন হয়ে আছো তুমি।
কাদছে তোমার চুল, ঘনকালো, কাপছে তারার মতো দু-কানের দুল
লাল টিপ নরম নিরীহ শান্ত সরল রিস্টওয়াচ, পায়ের আংগুলে
মাটি খুডে নিয়ে আসছো ভূধম্য থেকে সহোদয় শ্যামলা রোদন
তারা সব জ'মে যাচ্ছে আমার চোখের মধ্যে বরফ যেমন
আমার চোখের মধ্যে তুমি ব'সে আছো একফালি অশ্রুময়
থেমে গেছে অংকুরোদগম কৃষিক্ষেত্রে জাহাজের ডানা
পাতার নিজস্ব ঘ্রাণ লোকে লোকে সন ঐকতান
আমার চোখের মধ্যে তুমি আমার দু-চোখ অন্ধ বোবা ম্লান
সেই থেকে অন্ধ হয়ে আছি আমি আখিতারার গলিত অশ্রুতে
দেখি না কিছুই চরাচর নক্ষত্র সমুদ্র জলজান
দেখিনা নিজেকে কররেখা নিজ ছায়া কিছুই দেখি না
আমার দু-চোখে অক্টেবর এর গাঢসন্ধ্যা
তার মধ্যে নিরবধি কান্না হয়ে তুমি বসে আছো।।
............লেখকঃহুমায়ুন আজাদ...............
ফেচবুকে আমি
Subscribe to:
Posts (Atom)
Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post
-
২৮শে অক্টোবর ২০০৬ এক বিভীষিকাময় মেঘে ঢাকা দিন ।রক্ত খুন সন্ত্রাস উল্লাস ক্রন্দন ও বুকফাটা আর্তনাতে ভরা দিন ।মানুষ নামের নরপিশাচ ও হায়েনার ...
-
▌Ӝӝᘀα অসহায় মানুষের জন্য সহযোগিতার উদ্দ্যগে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম αᘀӝӜ▌ ►►► দয়া করে একটু পরুন ▼ শীতের এই তীব্রতাকে উপেক্ষা করার জন্...
-
বন্ধন সেতো হয়না পুরনো সম্পর্কগুলোর বয়স হয়না কোন । চাওয়া- পাওয়াগুলো যায় না হারিয়ে অনুভূতি সেতো যায় না হারিয়ে । এক পা দুই পা করে পথ চলা নন্দি...
-
অনিশ্চয়তার অস্বস্তিকর কয়েকদিন শেষে ইংল্যান্ডের আগমন বার্তা যেনো এনে দিয়েছে আনন্দের উপলক্ষ্য। টাইগার ক্রিকেটারদের অনেকেই তাই সামাজিক যোগাযো...
-
'অভিশাপ' - কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে - বুঝবে সেদিন বুঝব...
-
https://youtu.be/C4jjoLI3BZw
-
..................রোদনের স্মৃতি........................ তোমাকে চোখের মধ্যে রেখে কঁাদি, আমার দু-চোখে তুমি বিগলিত ঠান্ডা হিম, তুমি কঁাদছো,...
-
আমি নাকি মোটেও রোমান্টিক নই । আচ্ছা রোমান্টিক হওয়ার উপায় কি? কবি সাহিত্যিকরা কি রোমান্টিক ছিলেন? কবিতা, সেতো আমিও লিখতে পারি। "আমি তোম...
-
আমি ছিড়ে ফেলেছি ডায়েরীর পাতা , যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা । ছিড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমে আছে হাজারো দুঃখ - ব...
-
আমার শব্দ যতো কোন এক কথাবন্ধুর কাছে ভেসে ভেসে উড়ে যায়, দেখেও না দেখে সে! আমি সেই স্নিত হাসি শুনে বুঝে যাই সে আমার.. সে যে আমার শব্দে লাজ...