Friday, December 2, 2016

অসহায় মানুষের জন্য সহযোগিতার উদ্দ্যগে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম।

▌Ӝӝᘀα অসহায় মানুষের জন্য সহযোগিতার উদ্দ্যগে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম αᘀӝӜ▌
►►► দয়া করে একটু পরুন ▼
শীতের এই তীব্রতাকে উপেক্ষা করার জন্য আমরা রকমারি শীত বস্ত্র পরিধান করি। কিন্তু আপনি যে পথ দিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন সেই পথে বসবাসরত মানুষগুলোর দিকে কি একটু খেয়াল করেছেন? হয়তো ব্যস্ততার মাঝে খেয়াল করা হয়ে উঠে না।
চলার পথে একটু থেমে, খেয়াল করুন তাদের দিকে। দেখতে পাবেন যে, শীতের তীব্রতাকে উপেক্ষা করার জন্য তাদের কেউ কেউ একটি চটের বস্তা গায়ে জাপড়ে শুয়ে রাত কাটানোর প্রহর গুনছে, কেউ আবার একটি পলিথিন ব্যাগকে আশ্রয় করে শুয়ে আছে, আবার কেউ শীতের তীব্রতাকে মেনে নিয়েই কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়েছে, কেউ আবার শুকনো খরকুটো দিয়ে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে আর অপেক্ষা করছে উত্তপ্ত রবির আলোর জন্য। যা তাদের জন্য একটু উষ্ণতা বয়ে নিয়ে আসবে।

খোদ রাজধানীতেই এই রকম হলে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর কি অবস্থা একবার কল্পনা করুন।
আপনাদের একটি মোটা কাপড় কোন অসহায় দরিদ্র মানুষকে দিলে আপনার কিছুই কমে যাবেনা । বরং আপনি তাকে দিবেন শীতে কষ্ট না পাওয়ার প্রতিশ্রুতি, বিনিময়ে ঐ মানুষটি দিবে ওনার হৃদয়ের উষ্ণতা।
আর সেই উপলব্ধি থেকে আমরা '"সেনবাগ স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন""নামের একটি সেচ্ছাসেবক দল শীত বস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি। আমরা এই শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। কিন্তু আমাদের পক্ষে একা তা করা সম্ভব নয় । তাই এই কার্যক্রমকে সফল করার জন্য সকলের আন্তরিকতা এবং একাগ্রতা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা যদি গরম কাপড়, সোয়েটার,জ্যাকেট, কম্বল, চাদর ছাড়াও আর্থিক সহায়তা করে আমাদের সাহায্য করেন তাহলে আমাদের পক্ষে এই কাজ করা সহজ হয়ে যাবে ।
আপনার/ আপনাদের আর্থিক সাহায্য অথবা প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আপনি আমাদের কার্যক্রম সফল করতে পারেন।
আর্থিক সাহায্য পাঠান :-
বিকাশ (personal):
01878572597,01864090759

No comments:

Post a Comment

www.facebook.com/md.robinkhan.501

Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post