সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মুল জনক বিএনপি


ঢাকা প্রতিনিধিঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মুল জনক বিএনপি। গ্রেনেড হামলার এক যুগ পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনাকে রাজনীতির এক কলংকজনক অধ্যায় বলে স্বীকার করায় তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ কলংকজনক ঘটনার মাস্টারমাইন্ড আপনারা।

কারণ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ও হাওয়া ভবন এর দায় এড়াতে পারবে না কখনও । কাদের আরো উল্লেখ করেন, ঐ কলংকজনক ঘটনার দায়ভার  বিএনপি’র বর্তমান ও ভবিষ্যত কালিমা লিপ্তিবদ্ধ থাকবে।
২১ আগস্ট গ্রেনেড হামলা যারা মারা গেছেন তাদের স্মরণে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত এক আলোচনা সভা ও সংবাদচিত্র প্রদর্শনী অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই সব কথা বলেন।

সেতু মন্ত্রী বলেন, তৎকালীন জোট সরকারকে বিপাকে ফেলতে প্রধানমন্তী শেখ হাসিনা নাকি এটা সাজানো নাটক ছিল বলে তৎকালীন পাকিস্তানী হাইকমিশনার এই মন্তব্য করেন। জাতীয় সংসদে ঐ সময় এ বিষয়ে কোন আলোচনা করতে দেওয়া হয়নি উল্লেখ করে কাদের বলেন, বরং বিএনপি নেতা ফজলুর রহমান পটল সংসদে বিশ্রিভাবে বলেন- শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার জন্যই এ নাটক সাজিয়েছেন সেই সময়। বিএনপি-জামায়াত ভেবেছিল ২১ আগস্ট দেশনেত্রী শেখ হাসিনা নিহত হবেন উল্লেখ করে সড়ক মন্ত্রী বলেন, কিন্তু আল্লাহ তাদের আশা পূরণ করেননি। সেই সময় তাদের সাজানো জজ মিয়া নাটক আওয়ামী লীগ এখনও ভুলে যায়নি, এ হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতে হবেই হবে।

শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারা রচিত হবে বলেই সেদিন আল্লাহ তাঁকে রক্ষা করেছেন উল্লেখ করে তিনি বলেন, একমাত্র পরমাণু বোমা ছাড়া বাংলাদেশকে সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে। তিনি আরোও বলেন বঙ্গবন্ধু যে দেশ স্বাধীন করে কোন ভুল করেননি, তা আজ প্রমাণিত বাংলার মানুষ তা দেখতেছে। বাংলাদেশে দু’টি লেগাসি আছে, একটি পলিটিক্যাল ইনডিপেন্ডেন্ট অন্যটি ইকোনোমিক্যাল প্রোগ্রেস উল্লেখ করে তিনি বলেন,
বিশ্বের বুকে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু পলিটিক্যাল লেগাসি এবং শেখ হাসিনা ইকোনোমিক্যাল লেগাসি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গত ৪১ বছরের একমাত্র আপোষহীন, স্বাধীনচেতা, সফল কুটনীতিক, দক্ষ প্রশাসক ও বিচক্ষণ নেতা হলেন শেখ হাসিনা। ইটের ভাগাড়ে দাঁড়িয়ে তিনি যেমন জীবনের জয়গান গেয়ে যান, তেমনি আবার ধ্বংসস্তৃপের উপরে দাঁড়িয়ে সৃষ্টির ফুলও ফোঁটান। গত ৪১ বছরে জীবনের ঝুঁকিতে থাকা একমাত্র রাষ্ট্রনায়কও হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেতু মন্ত্রী বলেন, তাই দেশে যে উন্নয়নের ধারা চলছে তা অব্যাহত রেখে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আমাদের সকলের মেধা, মনন, শ্রম, ঘামসহ সবকিছু দিয়ে শেখ হাসিনার পাশে থাকতে হবে।

তাহলে সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের নাম বিশ্বে জ্বলজ্বল করে জ্বলবে।বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।


বিস্তারিত।.... www.timesoffeni.com

No comments:

Post a Comment

www.facebook.com/md.robinkhan.501

Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post