Friday, August 26, 2016
অবশেষে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল
অনেক নাটকীয়তার পর বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
গত বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনার করার পর বাংলাদেশ সফর বিষয় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো খবর নিশ্চিত করেছে। এর আগে বাংলাদেশে গুলশান হামলা, বিদেশীদের হামলা ও কিশোরগন্জ হামলার ঘটনার পর ইংল্যান্ড এই সফরটি নিয়ে যে অনিশ্চয়তার তৈরি হয়েছিল, অবশেষে তা কেটে গেল। কিছু দিন আগে বাংলাদেশের নিরাপত্তা এবং বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে যায় ইংল্যান্ডের একটি নিরাপত্তা দল।
ইংল্যান্ড ও ওয়েলসের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছিল যে, বৃহস্পতিবার ইংলিশ টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক এবং ওয়ানডে কাপ্তান ওয়েন মর্গান অন্যান বোর্ড কর্মকর্তাদের কাছে নিরাপত্তা ব্যবস্থা ও ঝুকির
মূল্যায়ন তুলে ধরা হয বলে জানান়।
http://www.timesoffeni.com/2016/08/blog-post_27.html
ফেনীর মানুষদের জন্য সুখবর....
ফেনীর মানুষদের জন্য চিন্তা করে আমরা তৈরী করেছি একটি নিউজ website যেখানে পাওয়া যাবে ফেনী,সোনাগাজী,পরশুরাম,দাগনভুইয়ার সব স্থানীয় খবর।
এছাডাও থাকছে দেশ,আন্তর্যাতিক,ফিন্যান্স,রাজনীতিক,সামাজিক,খেলা ধুলার সব আপডেট খবর।
,
,
এছাডা ও বিশেষ আকর্ষন হিসেবে থাকছে স্কুল,কলেজ ও university এর ছাত্র ছাত্রীদের লেখা লেখির সুযোগ।
.
তো চলুন গুরে আসা যাক সেই websit
e থেকে.
.
.
For website click here.....
For website click here.....
এছাডাও থাকছে দেশ,আন্তর্যাতিক,ফিন্যান্স,রাজনীতিক,সামাজিক,খেলা ধুলার সব আপডেট খবর।
,
,
এছাডা ও বিশেষ আকর্ষন হিসেবে থাকছে স্কুল,কলেজ ও university এর ছাত্র ছাত্রীদের লেখা লেখির সুযোগ।
.
তো চলুন গুরে আসা যাক সেই websit
e থেকে.
.
.
For website click here.....
For website click here.....
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসরাফিদের স্বস্থি প্রকাশ।
অনিশ্চয়তার অস্বস্তিকর কয়েকদিন শেষে ইংল্যান্ডের আগমন বার্তা যেনো এনে দিয়েছে আনন্দের উপলক্ষ্য। টাইগার ক্রিকেটারদের অনেকেই তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বস্তি প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলকে। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ইতিবাচক এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদও জানিয়েছেন তারা।
ইংল্যান্ডের সফরে আসার খবর প্রকাশের পর তাসকিন আহমেদ লিখেন, শুভ সংবাদ: ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে ইংল্যান্ডের সফর হবে। বিস্তারিত এখানে
Monday, August 22, 2016
ভিক্ষুককে দান করে বিতর্কের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
ভিক্ষুককে দান করে বিতর্কের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
মেলবোর্নের রাস্তায় একজন ভিক্ষুককে পাঁচ ডলার দান করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই তাকে দেখছেন ‘একজন কৃপণ মানুষ’ হিসেবে।
মিস্টার টার্নবুল যাচ্ছিলেন অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দিতে। পথে একজন ভিক্ষুককে দেখতে পেয়ে দাঁড়ান এবং তার সাথে হাত মেলান।
তিনি ভিক্ষুকের সামনে পেতে রাখা কফির কাপে গুজে দেন পাঁচ ডলার। কিন্তু উদারতা দেখানোর এই সাধারণ কাজটিকে ঘিরে অল্পসময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা।
বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লোকজন প্রধানমন্ত্রীর সমালোচনা করতে শুরু করেন।
অনেকেই তাকে কৃপণ স্বভাবের বলে উল্লেখ করেন। তাদের বক্তব্য মিস্টার টার্নবুল নিজে বিত্তশালী এবং এভাবে পাঁচ ডলার প্রদান তাঁর কৃপণতার প্রকাশ পেয়েছে।
অস্ট্রেলিয়ার ডেইলি মেইল পত্রিকায় তাকে একজন কৃপণ ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়েছে।
মেলবোর্নের লর্ড মেয়র রবার্ট ডোয়েল বলেছেন, এভাবে ভিক্ষুকদের হাত টাকা পয়সা দেয়া হলে তাদের মাদক সেবনের প্রবণতা দেখা দেয় এবং এর ফলে দারিদ্র আরও বেড়ে যায়। এর বদলে মিস্টার টার্নবুল কোনও দাতব্য সংস্থাকে অর্থ দিতে পারতেন বলেও তিনি মন্তব্য করেন।
অনেকে আবার মনে করেন ,ক্যামেরার সামনে নিজের উদারতা দেখানোর জন্য লোক দেখানো দান করেছেন প্রধানমন্ত্রী।
তবে শুধু কেউ কেউ তাকে সমর্থনও করেছেন। টুইটারে একজন লিখেছেন, আমি তাকে দেখছি এমনভাবে যিনি কাউকে দান করেছেন”।
মিস্টর টার্নবুল একটি রেডিও স্টেশনে তার প্রতিক্রিয়ায় বলেন, ভিক্ষারত লোকটিকে দেখে তিনি কষ্ট অনুভব করেছিলেন এবং এটা ছিল তার প্রতি মানবিক একটি প্রতিক্রিয়া।
For detailes click here.....
মেলবোর্নের রাস্তায় একজন ভিক্ষুককে পাঁচ ডলার দান করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই তাকে দেখছেন ‘একজন কৃপণ মানুষ’ হিসেবে।
মিস্টার টার্নবুল যাচ্ছিলেন অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দিতে। পথে একজন ভিক্ষুককে দেখতে পেয়ে দাঁড়ান এবং তার সাথে হাত মেলান।
তিনি ভিক্ষুকের সামনে পেতে রাখা কফির কাপে গুজে দেন পাঁচ ডলার। কিন্তু উদারতা দেখানোর এই সাধারণ কাজটিকে ঘিরে অল্পসময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা।
বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লোকজন প্রধানমন্ত্রীর সমালোচনা করতে শুরু করেন।
অনেকেই তাকে কৃপণ স্বভাবের বলে উল্লেখ করেন। তাদের বক্তব্য মিস্টার টার্নবুল নিজে বিত্তশালী এবং এভাবে পাঁচ ডলার প্রদান তাঁর কৃপণতার প্রকাশ পেয়েছে।
অস্ট্রেলিয়ার ডেইলি মেইল পত্রিকায় তাকে একজন কৃপণ ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়েছে।
মেলবোর্নের লর্ড মেয়র রবার্ট ডোয়েল বলেছেন, এভাবে ভিক্ষুকদের হাত টাকা পয়সা দেয়া হলে তাদের মাদক সেবনের প্রবণতা দেখা দেয় এবং এর ফলে দারিদ্র আরও বেড়ে যায়। এর বদলে মিস্টার টার্নবুল কোনও দাতব্য সংস্থাকে অর্থ দিতে পারতেন বলেও তিনি মন্তব্য করেন।
অনেকে আবার মনে করেন ,ক্যামেরার সামনে নিজের উদারতা দেখানোর জন্য লোক দেখানো দান করেছেন প্রধানমন্ত্রী।
তবে শুধু কেউ কেউ তাকে সমর্থনও করেছেন। টুইটারে একজন লিখেছেন, আমি তাকে দেখছি এমনভাবে যিনি কাউকে দান করেছেন”।
মিস্টর টার্নবুল একটি রেডিও স্টেশনে তার প্রতিক্রিয়ায় বলেন, ভিক্ষারত লোকটিকে দেখে তিনি কষ্ট অনুভব করেছিলেন এবং এটা ছিল তার প্রতি মানবিক একটি প্রতিক্রিয়া।
For detailes click here.....
Sunday, August 21, 2016
Subscribe to:
Posts (Atom)
Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post
-
২৮শে অক্টোবর ২০০৬ এক বিভীষিকাময় মেঘে ঢাকা দিন ।রক্ত খুন সন্ত্রাস উল্লাস ক্রন্দন ও বুকফাটা আর্তনাতে ভরা দিন ।মানুষ নামের নরপিশাচ ও হায়েনার ...
-
▌Ӝӝᘀα অসহায় মানুষের জন্য সহযোগিতার উদ্দ্যগে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম αᘀӝӜ▌ ►►► দয়া করে একটু পরুন ▼ শীতের এই তীব্রতাকে উপেক্ষা করার জন্...
-
বন্ধন সেতো হয়না পুরনো সম্পর্কগুলোর বয়স হয়না কোন । চাওয়া- পাওয়াগুলো যায় না হারিয়ে অনুভূতি সেতো যায় না হারিয়ে । এক পা দুই পা করে পথ চলা নন্দি...
-
অনিশ্চয়তার অস্বস্তিকর কয়েকদিন শেষে ইংল্যান্ডের আগমন বার্তা যেনো এনে দিয়েছে আনন্দের উপলক্ষ্য। টাইগার ক্রিকেটারদের অনেকেই তাই সামাজিক যোগাযো...
-
'অভিশাপ' - কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে - বুঝবে সেদিন বুঝব...
-
https://youtu.be/C4jjoLI3BZw
-
..................রোদনের স্মৃতি........................ তোমাকে চোখের মধ্যে রেখে কঁাদি, আমার দু-চোখে তুমি বিগলিত ঠান্ডা হিম, তুমি কঁাদছো,...
-
আমি নাকি মোটেও রোমান্টিক নই । আচ্ছা রোমান্টিক হওয়ার উপায় কি? কবি সাহিত্যিকরা কি রোমান্টিক ছিলেন? কবিতা, সেতো আমিও লিখতে পারি। "আমি তোম...
-
আমি ছিড়ে ফেলেছি ডায়েরীর পাতা , যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা । ছিড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমে আছে হাজারো দুঃখ - ব...
-
আমার শব্দ যতো কোন এক কথাবন্ধুর কাছে ভেসে ভেসে উড়ে যায়, দেখেও না দেখে সে! আমি সেই স্নিত হাসি শুনে বুঝে যাই সে আমার.. সে যে আমার শব্দে লাজ...