Tuesday, November 8, 2016

জামায়াত নয়া আমির মকবুলের যুদ্ধাপরাধের তথ্য অনুসন্ধানে ফেনীতে তদন্ত দল

নভেম্বর ০৮ , ২০১৬
নিজস্ব প্রতিবেদক:-জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদের ‘যুদ্ধাপরাধের তথ্য অনুসন্ধানে’ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ফেনী পৌঁছেছে। সোমবার বিকালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত দল ঢাকা থেকে ফেনী যায়।
পরে সন্ধ্যায় জামায়াতের আমির মকবুল আহমাদের বিরুদ্ধে ১৯৭১ এর যুদ্ধাপরাধের তথ্য-উপাত্ত অনুসন্ধানে ফেনী সার্কিট হাউজে তিনি (নুরুল ইসলাম) জেলার মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তাদের কথা বলেন। ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে তদন্ত দল অনুসন্ধানের কাজ শুরু করবে। তদন্ত দল জেলার দাগনভূঁঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামের মকবুল আহমাদের নির্দেশে হিন্দুপাড়ায় আগুন দিয়ে ১০ জনকে হত্যার ঘটনাস্থল ও একই এলাকার খুশিপুর গ্রামের আহসানউল্লাহ নামে অন্য এক মুক্তিযোদ্ধাকে হত্যার তথ্য, উপাত্ত সংগ্রহ ছাড়াও শহীদদের পরিবার ও প্রতক্ষ্যদর্শীদের সঙ্গে কথা বলবেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান বলেন, ‘মকবুল আহমাদের নির্দেশে ফেনীর স্থানীয় রাজাকার, আলবদর বাহিনীর সদস্যরা ফেনী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নেতা মুক্তিযোদ্ধা মাওলানা ওয়াজ উদ্দিনকে চট্টগ্রামে নিয়ে নির্মমভাবে হত্যা করে। একইভাবে জেলার সর্বত্র মানবতাবিরোধী অপরাধ করে।’
দাগনভূঁঞা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালি এই তদন্ত দলের এই অনুসন্ধানের যাওয়ায় সন্তোষ প্রকাশ করে।
তিনি আরও বলেন, ‘মকবুল আহমাদের নির্দেশে রাজাকার মোশাররফ হোসেন মশা দাগনভূঁঞা উপজেলার খুশিপুর গ্রামের আহসান উল্লাহ নামে অন্য এক মুক্তিযোদ্ধাকে হত্যা করে। রাজাকার মশা এখনও জীবিত আছে। তার বাড়ি একই উপজেলার সাফুয়া গ্রামে।’ এছাড়া মকবুলের নির্দেশেই দাগনভূঁঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামের হিন্দুপাড়ায় আগুন দিয়ে ১০ জনকে হত্যা করা হয়। এসব পরিবারের স্বজনেরা এই অমানবিক হত্যাকাণ্ডের সাক্ষি হয়ে আছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির হিসাবে শপথ নেওয়ার পর ‘জামায়াতের নতুন আমির: ৭১-এর রাজাকার-কমান্ডার, আছে হত্যার অভিযোগও’ বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ করে। এর পরপরই মকবুল আহমাদের ‘যুদ্ধাপরাধ’ অনুসন্ধানের উদ্যোগ নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সুত্র- বাংলা ট্রিবিউন

Monday, November 7, 2016

অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন by ওয়েল ফেয়ার ব্লাড ডোনার্স গ্রুপ। writer:FI ROBIN

ওয়েল ফেয়ার ব্লাড ডোনার্স গ্রুপ কর্তৃক।                      
▓ অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ::: ▓▓ . এই শীতে , আসুন কিছু অসহায় মানুষকে দেই একটু উষ্ণতা..... . সকলের সহায়তায় ইনশাআল্লাহ আমরা এবার শীতে ১০০ জন অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি।আমাদের এই কাজে আপনিও হতে পারেন একজন অংশীদার। এই মহৎ কাজের অংশীদার হতে পাঠিয়ে দিন আপনার আর্থিক সহায়তা আমাদের কাছে।
--------------------------------------------------------------- ◆◆◆ আমাদেরকে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন সরাসরি অথবা বিকাশের মাধ্যমে |পাঠাতে পারবেন যেকোন পরিমাণ অর্থ | . ◆◆◆ টাকা পাঠানোর শেষ তারিখ :০৯ডিসেম্বর ২০১৬ . ◆◆◆ আমাদের বিকাশ নাম্বার :01799599209 01864090759 (পার্সোনাল) টাকা পাঠানোর পূর্বে এবং পরে ফোন করে নিশ্চিত হোন | ◆◆◆ সরাসরি টাকা পাঠাতে যোগাযোগ করুন: 01878572597
ফেচবুকে আমরা

Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post