Friday, August 26, 2016

অবশেষে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল


অনেক নাটকীয়তার পর বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
গত বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনার করার পর বাংলাদেশ সফর বিষয় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো খবর নিশ্চিত করেছে। এর আগে বাংলাদেশে গুলশান হামলা, বিদেশীদের হামলা ও কিশোরগন্জ হামলার  ঘটনার পর ইংল্যান্ড এই সফরটি নিয়ে যে অনিশ্চয়তার তৈরি হয়েছিল, অবশেষে তা কেটে গেল। কিছু দিন আগে বাংলাদেশের নিরাপত্তা এবং বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে যায় ইংল্যান্ডের একটি নিরাপত্তা দল।
ইংল্যান্ড ও ওয়েলসের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছিল যে, বৃহস্পতিবার ইংলিশ টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক এবং ওয়ানডে কাপ্তান ওয়েন মর্গান অন্যান বোর্ড কর্মকর্তাদের কাছে নিরাপত্তা ব্যবস্থা ও ঝুকির
মূল্যায়ন তুলে ধরা হয বলে জানান়।
 http://www.timesoffeni.com/2016/08/blog-post_27.html

No comments:

Post a Comment

www.facebook.com/md.robinkhan.501

Home Photos Videos blog about Register Sign in Get your coupon by submit your phone n...

Popular Post