Monday, November 7, 2016

অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন by ওয়েল ফেয়ার ব্লাড ডোনার্স গ্রুপ। writer:FI ROBIN

ওয়েল ফেয়ার ব্লাড ডোনার্স গ্রুপ কর্তৃক।                      
▓ অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ::: ▓▓ . এই শীতে , আসুন কিছু অসহায় মানুষকে দেই একটু উষ্ণতা..... . সকলের সহায়তায় ইনশাআল্লাহ আমরা এবার শীতে ১০০ জন অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি।আমাদের এই কাজে আপনিও হতে পারেন একজন অংশীদার। এই মহৎ কাজের অংশীদার হতে পাঠিয়ে দিন আপনার আর্থিক সহায়তা আমাদের কাছে।
--------------------------------------------------------------- ◆◆◆ আমাদেরকে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন সরাসরি অথবা বিকাশের মাধ্যমে |পাঠাতে পারবেন যেকোন পরিমাণ অর্থ | . ◆◆◆ টাকা পাঠানোর শেষ তারিখ :০৯ডিসেম্বর ২০১৬ . ◆◆◆ আমাদের বিকাশ নাম্বার :01799599209 01864090759 (পার্সোনাল) টাকা পাঠানোর পূর্বে এবং পরে ফোন করে নিশ্চিত হোন | ◆◆◆ সরাসরি টাকা পাঠাতে যোগাযোগ করুন: 01878572597
ফেচবুকে আমরা

No comments:

Post a Comment

www.facebook.com/md.robinkhan.501