অবশেষে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল


অনেক নাটকীয়তার পর বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
গত বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনার করার পর বাংলাদেশ সফর বিষয় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো খবর নিশ্চিত করেছে। এর আগে বাংলাদেশে গুলশান হামলা, বিদেশীদের হামলা ও কিশোরগন্জ হামলার  ঘটনার পর ইংল্যান্ড এই সফরটি নিয়ে যে অনিশ্চয়তার তৈরি হয়েছিল, অবশেষে তা কেটে গেল। কিছু দিন আগে বাংলাদেশের নিরাপত্তা এবং বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে যায় ইংল্যান্ডের একটি নিরাপত্তা দল।
ইংল্যান্ড ও ওয়েলসের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছিল যে, বৃহস্পতিবার ইংলিশ টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক এবং ওয়ানডে কাপ্তান ওয়েন মর্গান অন্যান বোর্ড কর্মকর্তাদের কাছে নিরাপত্তা ব্যবস্থা ও ঝুকির
মূল্যায়ন তুলে ধরা হয বলে জানান়।
 http://www.timesoffeni.com/2016/08/blog-post_27.html

ফেনীর মানুষদের জন্য সুখবর....

ফেনীর মানুষদের জন্য চিন্তা করে আমরা তৈরী করেছি একটি নিউজ website যেখানে পাওয়া যাবে ফেনী,সোনাগাজী,পরশুরাম,দাগনভুইয়ার সব স্থানীয় খবর।
এছাডাও থাকছে দেশ,আন্তর্যাতিক,ফিন্যান্স,রাজনীতিক,সামাজিক,খেলা ধুলার সব আপডেট খবর।
,
,
এছাডা ও বিশেষ আকর্ষন হিসেবে থাকছে স্কুল,কলেজ ও university এর ছাত্র ছাত্রীদের লেখা লেখির সুযোগ।
.
তো চলুন গুরে আসা যাক সেই websit
e থেকে.
.
.
For website click here.....
For website click here.....

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসরাফিদের স্বস্থি প্রকাশ।

অনিশ্চয়তার অস্বস্তিকর কয়েকদিন শেষে ইংল্যান্ডের আগমন বার্তা যেনো এনে দিয়েছে আনন্দের উপলক্ষ্য। টাইগার ক্রিকেটারদের অনেকেই তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বস্তি প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলকে। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ইতিবাচক এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদও জানিয়েছেন তারা।
ইংল্যান্ডের সফরে আসার খবর প্রকাশের পর তাসকিন আহমেদ লিখেন, শুভ সংবাদ: ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে ইংল্যান্ডের সফর হবে। বিস্তারিত এখানে

Monday, August 22, 2016

ভিক্ষুককে দান করে বিতর্কের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ভিক্ষুককে দান করে বিতর্কের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
মেলবোর্নের রাস্তায় একজন ভিক্ষুককে পাঁচ ডলার দান করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই তাকে দেখছেন ‘একজন কৃপণ মানুষ’ হিসেবে।
মিস্টার টার্নবুল যাচ্ছিলেন অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দিতে। পথে একজন ভিক্ষুককে দেখতে পেয়ে দাঁড়ান এবং তার সাথে হাত মেলান।
তিনি ভিক্ষুকের সামনে পেতে রাখা কফির কাপে গুজে দেন পাঁচ ডলার। কিন্তু উদারতা দেখানোর এই সাধারণ কাজটিকে ঘিরে অল্পসময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা।
বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লোকজন প্রধানমন্ত্রীর সমালোচনা করতে শুরু করেন।
অনেকেই তাকে কৃপণ স্বভাবের বলে উল্লেখ করেন। তাদের বক্তব্য মিস্টার টার্নবুল নিজে বিত্তশালী এবং এভাবে পাঁচ ডলার প্রদান তাঁর কৃপণতার প্রকাশ পেয়েছে।
অস্ট্রেলিয়ার ডেইলি মেইল পত্রিকায় তাকে একজন কৃপণ ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়েছে।
মেলবোর্নের লর্ড মেয়র রবার্ট ডোয়েল বলেছেন, এভাবে ভিক্ষুকদের হাত টাকা পয়সা দেয়া হলে তাদের মাদক সেবনের প্রবণতা দেখা দেয় এবং এর ফলে দারিদ্র আরও বেড়ে যায়। এর বদলে মিস্টার টার্নবুল কোনও দাতব্য সংস্থাকে অর্থ দিতে পারতেন বলেও তিনি মন্তব্য করেন।
অনেকে আবার মনে করেন ,ক্যামেরার সামনে নিজের উদারতা দেখানোর জন্য লোক দেখানো দান করেছেন প্রধানমন্ত্রী।
তবে শুধু কেউ কেউ তাকে সমর্থনও করেছেন। টুইটারে একজন লিখেছেন, আমি তাকে দেখছি এমনভাবে যিনি কাউকে দান করেছেন”।
মিস্টর টার্নবুল একটি রেডিও স্টেশনে তার প্রতিক্রিয়ায় বলেন, ভিক্ষারত লোকটিকে দেখে তিনি কষ্ট অনুভব করেছিলেন এবং এটা ছিল তার প্রতি মানবিক একটি প্রতিক্রিয়া।

 For detailes click here.....

Sunday, August 21, 2016